রাজনীতি

ফ্যাসিস্ট শাসনের গডফাদার পুনরাবৃত্তি হতে দেব না: নাহিদ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শাসনামলে কক্সবাজারে গডফাদার সৃষ্টি হয়েছিল।

তবে আগামীতে বাংলাদেশে আর কোনো গডফাদার তৈরি হতে দেয়া হবে না। মাফিয়া শাসন, গডফাদার ব্যবস্থা, স্বৈরাচার ও পারিবারিক শাসন দেশের মানুষ কখনোই মেনে নেবে না।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা জানান।

নাহিদ ইসলাম আরও বলেন, কারা পিআর পদ্ধতি বুঝতে পারছে আর কারা পারছে না, তাই সংস্কার থেমে থাকবে না। দেশের মানুষ সংস্কার চায় এবং সেটি বুঝেও। গণপরিষদের উচ্চকক্ষের নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

তিনি আরও মন্তব্য করেন, জুলাই-আগস্ট বিপ্লবের সময় ওয়াসিমসহ অনেক যুবক তাদের রক্ত দিয়েছিলো। শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে আমরা জুলাই সনদ ও সংস্কার আদায় করব।

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা নোবেল পুরস্কারের আশায় লাখ লাখ রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছেন। কিন্তু কক্সবাজারের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রয়োজন।

তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরেই নির্বাচন দিতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন ও সংস্কার করতে হবে, কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

কঠোর নিরাপত্তার মধ্যেই অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশের সঞ্চালনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারী। সমাবেশে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব এসএম সুজা, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সংগঠক রায়হান কাশেম, সাবরিনা রহিমা প্রিয়া, জিনিয়া শারমিন প্রমুখ।

জনসভা শেষে বিশাল গাড়ি বহরে জুলাই পদযাত্রাটি পার্বত্য বান্দরবান জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে ঈদগাঁও, চকরিয়া, চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়ার বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় নেতারা পথসভায় বক্তব্য রাখবেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন