সারাদেশ

রংপুর ফিলিং স্টেশনে বিস্ফোরণ নিহত ১, আহত অন্তত ২০

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুর শহরের সিও বাজার এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহতের নাম সোহাগ বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গুরুতর আহত অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আজাদ এলপিজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্যাংকের লিকেজ মেরামতের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে স্টেশনের একটি গ্যাস ট্যাংকে লিকেজ ধরা পড়ায় গ্যাস সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শনিবার সকালে মেরামত কাজ চলাকালীন সময়ে বিস্ফোরণটি ঘটে। এতে মেরামতের কাজে নিযুক্ত চার কর্মীসহ আশেপাশে থাকা অন্তত ২০ জন আহত হন।

বিস্ফোরণের তীব্রতায় আশেপাশে থাকা অন্তত ২০টি যানবাহন—including বাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যান—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি গাড়ি আংশিকভাবে পুড়ে যায় বা দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রংপুরে একটি এলপিজি স্টেশনে গ্যাসের ট্যাংকে বিস্ফোরণে সোহাগ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহত ৪ জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি যানবাহন।
 
শনিবার (১৯ জুলাই) সকালে এলপিজি স্টেশনে মেরামত কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সিও বাজার এলাকায় আজাদ এলপিজি স্টেশনে গত সাত দিন আগে ট্যাংকারে লিকেজ ধরা পরলে বন্ধ করা হয় সবধরনের গ্যাস বেচা-কেনা কার্যক্রম। শনিবার সকালে মেরামত কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেরামতের কাজে নিয়োজিত ৪ কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সোহাগ নামে একজন মারা যান। 

বিস্ফোরণে বাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, পিকআপভ্যানসহ অন্তত ২০টি গাড়ি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ চালায়। 

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন