আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘর্ষে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত: ট্রাম্পের দাবি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সম্প্রতি এক নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনায় পাঁচটি যুদ্ধবিমান আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে।

তবে তিনি পরিষ্কার করে বলেননি, কোন পক্ষের কতটি বিমান ভূপাতিত হয়েছে।

হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে আলাপচারিতার সময় ট্রাম্প বলেন, “আমি মনে করি, বাস্তবেই বিমানগুলো গুলি করে ভূপাতিত করা হচ্ছিল। সম্ভবত পাঁচটি জেট নামানো হয়েছে।”

প্রসঙ্গত, কাশ্মীরে এক প্রাণঘাতী হামলার পর এ বছরের এপ্রিল থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। ওই হামলায় ২৬ জন নিহত হন। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে কয়েক সপ্তাহ ধরে, যা মে মাসে একটি যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এ নিয়ে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। অন্যদিকে, ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা পাকিস্তানের বেশ কয়েকটি জেট ভূপাতিত করেছে। যদিও ইসলামাবাদ ভারতের দাবিকে প্রত্যাখ্যান করেছে, তবে স্বীকার করেছে যে কয়েকটি বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।

ট্রাম্প আরও দাবি করেন, সংঘর্ষের সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন, সেটিই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বর্তমানে এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। যদিও পাকিস্তান ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে জটিলতা দেখা দিয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন