জাতীয়

সমাবেশে ভোগান্তিতে রাজধানীবাসী, দুঃখ প্রকাশ করে জামায়াতের পোস্ট 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ ঘিরে ঢাকায় সৃষ্টি হয়েছে জনস্রোত ও ব্যাপক যানজট।

শনিবার সকাল থেকে চলা এ সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক রাজধানীতে সমবেত হয়েছেন।

জামায়াত সূত্রে জানা গেছে, সমাবেশ ঘিরে অন্তত ১০ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অনেকে উদ্যানে প্রবেশ করতে না পেরে আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন, যার ফলে বাংলামোটর, শাহবাগ, সায়েন্সল্যাব, মৎস্যভবন, পুরানা পল্টনসহ আশপাশের এলাকায় যান চলাচলে ধীরগতি ও স্থবিরতা দেখা দেয়।

সমাবেশে অংশ নিতে নেতাকর্মীরা শুক্রবার রাত থেকেই রাজধানীতে জড়ো হতে থাকেন। শনিবার সকাল থেকে উপস্থিতি বাড়তে থাকায় ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যানজট প্রকট আকার ধারণ করে। এতে করে কর্মজীবী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।


এ পরিস্থিতিতে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুগল ম্যাপসহ পোস্টে জানানো হয়, “সুপ্রিয় নগরবাসী, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সুবিধার্থে ম্যাপটি সংযুক্ত করা হলো।”

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন