জাতীয়

আল-আমিন হত্যায় প্রধান দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত আল-আমিন হত্যা মামলার প্রধান দুই আসামিকে মাত্র একদিনের ব্যবধানে গ্রেফতার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৮ এর যৌথ দল।

গ্রেফতারকৃতরা হলেন মো. মোশারফ হোসেন (২৬) ও মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) রাতে ভোলা জেলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত আল-আমিন ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স। তিনি সম্প্রতি একটি ছিনতাই মামলায় অভিযুক্ত মোশারফের ছোট ভাই মান্নানকে গ্রেফতারে সহায়তা করেন। এর জেরে কিশোর গ্যাংয়ের সদস্য মোশারফ, রিপনসহ কয়েকজন পরিকল্পিতভাবে ১৬ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় তার ওপর হামলা চালায়।

হামলার সময় আল-আমিন স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। কুপিয়ে তার হাঁটুর রগ কেটে ফেলা হয় এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলা হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর দিন নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করলে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

তদন্তে জানা যায়, মোশারফ পেশায় রিকশাচালক হলেও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। চুরি, মাদক, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিলেন তিনি। এর আগেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রংমিস্ত্রি হলেও গ্যাংটির সক্রিয় সদস্য ছিলেন।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে মোহাম্মদপুরসহ আশপাশ এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চলমান থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন