জাতীয়

বৃষ্টির পরও কেন কমছে না গরম? জানালেন আবহাওয়াবিদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে থেমে থেমে বৃষ্টি হলেও কমছে না গরমের দাপট। বরং বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় আরও অসহনীয় হয়ে উঠছে আবহাওয়া।

ভ্যাপসা গরমে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে যে বৃষ্টি হয়, তাকে বলা হয় ‘উষ্ণ বৃষ্টি’। এই সময়টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা বেড়ে যায়। ফলে বৃষ্টি হলেও গরম কমে না, বরং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ে।

তিনি আরও বলেন, জুলাই মাস বরাবরই বৃষ্টিপ্রবণ। চলতি মাসজুড়েই এমন গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাস রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে পাশাপাশি বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টি ও তাপপ্রবাহেরও আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে, রাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

ঢাকায় আর্দ্রতায় গরম আরও বেশি অনুভূত
আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ আর্দ্রতার কারণে এই তাপমাত্রা অনেক বেশি গরম মনে হচ্ছে।

সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস
সর্বশেষ ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

এই পরিস্থিতিতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন