রাজনীতি

জামায়াতের জাতীয় সমাবেশ শনিবার, আগেভাগেই নেতাকর্মীদের ঢল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যা থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

সন্ধ্যার পর থেকেই শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানমুখী যাত্রা দেখা যায়। অনেকের হাতে দেখা যায় দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত পতাকা ও প্ল্যাকার্ড। কারও গায়ে ছিল সাদা গেঞ্জি, যাতে লেখা ছিল— ‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।

সন্ধ্যার আগেই অনেক নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছে যান এবং মাগরিবের নামাজ আদায় করেন মাঠেই। উদ্যানের ভেতরেই রাতযাপন করছেন বেশ কিছু নেতাকর্মী।

ঢাকার বাইরে থেকে আগত জামায়াতের এক নেতাকর্মী জানান, “সমাবেশ শুরু হবে শনিবার দুপুরে, কিন্তু আমরা আগেভাগেই চলে এসেছি যাতে যানজটে না পড়তে হয়। এছাড়া ভোর থেকেই প্রস্তুতি নিতে হবে।”

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক দল কাজ করছে বলে জানান এক সাংগঠনিক নেতা।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি দেখা গেছে উদ্যান ও আশপাশের এলাকায়। সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন