বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৬:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
এই সেবার অফিসিয়াল রিসেলার হিসেবে কাজ করবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন স্পেসএক্স-এর গ্লোবাল বিজনেস অপারেশনের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
লরেন ড্রেয়ার বলেন, "বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা একটি গর্বের মুহূর্ত। এটি শুধু উচ্চগতির ইন্টারনেট নয়, এটি দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, "স্টারলিংকের লক্ষ্য হলো পৃথিবীর প্রতিটি প্রান্তে নিরবচ্ছিন্ন ইন্টারনেট পৌঁছে দেওয়া। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।"
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব জানান, "স্টারলিংক চালুর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন এক দিগন্তে প্রবেশ করল। এখন আর কোনো সরকার ইচ্ছেমতো ইন্টারনেট শাটডাউন করতে পারবে না। এটি জনগণের অধিকার। বিশেষ করে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এটি বিশাল সুযোগ।"
তিনি আরও বলেন, বাংলাদেশের বাজারে স্টারলিংকের সেবা ও সংযোগমূল্য শ্রীলঙ্কার তুলনায় কম নির্ধারণ করা হয়েছে। সরকার প্রতিটি সংযোগ থেকে মাসিক নির্দিষ্ট হারে রাজস্বও পাবে।
সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, স্টারলিংকের সংযোগ দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পৌঁছানো হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারেন।
১১২ বার পড়া হয়েছে