সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ালেন ১৭০ জন

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বান্দরবানে আয়োজন করা হয় প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে নারী-পুরুষ মিলিয়ে ১৭০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। ম্যারাথনটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শেষ হয় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে।

পরে এক সংক্ষিপ্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম হন আব্দুল্লাহ আল নোমান এবং নারী বিভাগে সেরা হয়েছেন ক্রাইচিং মারমা।

আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই প্রতীকী আয়োজন। ভবিষ্যতেও প্রতিবছর এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন