সারাদেশ
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, আওয়ামী রাজনীতির কিংবদন্তী নেতা আফাজ উদ্দিন আহম্মেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
আফাজ উদ্দিন আহম্মেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ২:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, আওয়ামী রাজনীতির কিংবদন্তী নেতা আফাজ উদ্দিন আহম্মেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
মৃত্যুকালে আফাজ উদ্দিন আহমেদ বয়স ছিল ৯৫ বছর।
২০২১ সালের ১৮ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে আফাজ উদ্দিন আহমেদ তিন ছেলে, চার মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে ২০২১ সালের ৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম আলো (৭২) করোনা আক্রান্ত হয়ে মারা যান।
আফাজ উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং কুষ্টিয়া-১ এর সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কুষ্টিয়া-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আফাজ উদ্দিন আহমেদ দৌলতপুর আওয়ামী লীগের একজন কিংবদন্তি নেতা ছিলেন।
১৯২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর