সাহিত্য

তোমাকে চাওয়ার অনুভূতি...!

সানজি লাকী
সানজি লাকী

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আমি তোমাকে চাই মানে,
পৃথিবীর সমস্ত দাপট যুদ্ধ পিছনে ফেলে তোমাকে শুধু আমার করতে চাই।

জগতের সমস্ত উপেক্ষা, অবহেলা, দুঃখ, কষ্ট, মন মালিন্য ভুলে তোমাকে শুধু আমার মনের মতো সাঁজাতে চাই।

আমি তোমাকে চাই আমার অসুখের সময় সুস্থতার ঔষধ হিসেবে ॥
যে মানুষ টাকে দেখে পৃথীবির সব অসুখ শেষ হয়ে,সুস্থতা অনুভূতি হবে,,,

আমি তোমাকে চাই মানে,
তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হতে হবে বিষয়টা কিন্ত তা নয়। তুমি যেমন আছো তেমনি সুন্দর। তুমি তোমার মতোই সুন্দর, আমার চোখ দিয়ে দেখলে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তুমি।

তোমাকে চাই মানে, তুমি আমাকে না চাইলেও তোমাকে পাওয়ার জন্য আমি অপেক্ষা করতে চাই। তোমার সবচেয়ে খারাপ সময়টাতে প্রিয় বন্ধু হতে চাই। তোমার চোখে ভালোবাসা না থাকলেও ,
অন্তত আমার জন্য এক চিলতে সম্মান দেখতে চাই।

তোমাকে চাই মানে, তোমার খামখেয়ালি আর ভালোবাসা চাই। তোমার অদৈত চোখ, মুখে আটতে রাখা হাঁসি, মেঘের আড়ালে লুকিয়ে রাখা উড়োচিঠি, সমস্ত কিছু আমার করে নিতে চাই।

তোমাকে চাই মানে,
তোমার মন খারাপের গল্প শুনতে চাই।
তোমার কন্ঠে গান শুনতে চাই,
বিষাদের আকাশ ছুঁয়ে বলতে চাই - ‘ভালোবাসি’।
বলতে চাই পৃথীবি শেষ অবধি পর্যন্ত আমার থাকো….

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন