রাজনীতি

এনসিপির তিন দফা দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। হামলার ঘটনায় তিন দফা দাবি উত্থাপন করেছে তারা।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দাবি করা হবে। একই সঙ্গে হামলার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হবে। এছাড়াও অন্যান্য জেলায় দলের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার এবং উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব।

দলটির নেতারা অভিযোগ করেন, গোপালগঞ্জে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বারবার বাধা দেওয়ার পেছনে এক ধরনের পরিকল্পিত নিপীড়ন কাজ করছে, যা মেনে নেওয়া যায় না।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন