অধ্যক্ষের পদত্যাগ দাবিতে সিটি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা সিটি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
শুক্রবার সকাল থেকে কলেজের মূল ফটকের সামনে ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। তারা অধ্যক্ষের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণ, প্রশাসনিক অনিয়ম এবং দোষীদের বিচারহীনতার অভিযোগ তোলে।
আন্দোলনকারীরা কলেজের প্রশাসনিক সিন্ডিকেট ভাঙা ও আহত শিক্ষার্থীদের ঘটনায় তদন্ত দাবি করে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে ক্যাম্পাস এলাকা। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম, পরীক্ষা, এমনকি ফি প্রদানও বন্ধ রাখবে তারা।
২৬তম ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন বলেন, “আমরা ক্লাস ও পরীক্ষা চাই, কিন্তু একজন স্ব ঘোষিত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে কলেজের পরিবেশ দিন দিন বিষাক্ত হয়ে উঠছে। সহপাঠীদের আহত করার ঘটনার আজও কোনো তদন্ত হয়নি। আমরা তার পদত্যাগ ছাড়া কিছুই মানব না।”
২৫তম ব্যাচের শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, “প্রশাসনের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে, কিন্তু সব সময় চাপা পড়ে গেছে। এবার আমরা আর থামব না। কোনো নোটিশ মানছি না, কারণ তারা আমাদের কথা শুনছে না বরং কণ্ঠরোধের চেষ্টা করছে।”
আন্দোলনকারীরা অভিযোগ করে, প্রশাসন কলেজ গেট বন্ধ করে শিক্ষার্থীদের প্রবেশাধিকার রুদ্ধ করছে, যা তাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল।
আন্দোলনের কারণে কলেজ চত্বরে এখনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কলেজের চারপাশে অবস্থান নিয়েছে, যদিও এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় আহত হন এইচএসসি শিক্ষার্থী মেহেদী হাসান তানিম ও অপু। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। সেই ঘটনার পর একাধিকবার অভ্যন্তরীণ পরীক্ষা ও ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এদিকে আন্দোলন চললেও কলেজ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১১২ বার পড়া হয়েছে