গোপালগঞ্জে সহিংসতা: ঢাকায় আরও ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ৫

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান মুন্সী (৩২)।
নিহতের ভাই ইমরান মুন্সী গণমাধ্যমকে জানান, গত বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে অটোরিকশা নিয়ে বের হলে রমজান গুলিবিদ্ধ হন। তার ডান হাতের কব্জির ওপরে ও বগলের নিচে গুলি লাগে। ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে সহিংসতার সময় আরও চারজন নিহত হন। তারা হলেন—গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১) ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)।
এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার দিন ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দফায় দফায় সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো শহরে।
সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন, যা বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িয়ে শুক্রবার পর্যন্ত করা হয়েছে।
এই ঘটনায় জড়িত সন্দেহে ২৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরিস্থিতি এখনো থমথমে বলে জানিয়েছেন স্থানীয়রা।
১২০ বার পড়া হয়েছে