সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রাম বিভাগীয় বক্সিংয়ে চ্যাম্পিয়ন বান্দরবান, জাতীয় পর্বে ১০ বক্সার

মো.আরিফ,বান্দরবান 
মো.আরিফ,বান্দরবান 

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
৩১তম জাতীয় পুরুষ সিনিয়র ও ৭ম জাতীয় মহিলা সিনিয়র বক্সিং প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বে দারুণ সাফল্য অর্জন করেছে পার্বত্য জেলা বান্দরবান।

বিভাগীয় পর্বে ১০টি ওজনশ্রেণিতে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে দলটি চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে।

চট্টগ্রামের সাগরিকা বিকেএসপি জিমনেসিয়ামে বুধবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি আফগানিস্তান ও রাশিয়ার কয়েকজন বিদেশি প্রতিযোগীও। কঠিন প্রতিযোগিতার মধ্যেও বান্দরবানের বক্সাররা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছে।


এই সাফল্যের মাধ্যমে বান্দরবানের ১০ জন প্রতিযোগী আগামী ২৬ থেকে ২৯ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় মূল পর্বে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন।

প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মো. শফিউল আজম মাসুদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সদস্য ও কোচ সুশান শেহজাদ, বিকেএসপি চট্টগ্রামের কোচ মোনায়েবার রহমান, বান্দরবান বক্সিং একাডেমির সভাপতি মাহফুজুর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং একাডেমির অন্যান্য সদস্যবৃন্দ।


বান্দরবান বক্সিং একাডেমির কোচরা জানিয়েছেন, এবার দলে বেশ কয়েকজন নতুন মুখ সুযোগ পেয়েছে। কারণ অনেক অভিজ্ঞ বক্সার বর্তমানে বিভিন্ন বাহিনীতে কর্মরত থাকায় তাদের জায়গায় নবাগতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই খেলোয়াড়রাও অভাবনীয় পারফরম্যান্স প্রদর্শন করে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে।


জাতীয় বক্সিং কোচ এবং বান্দরবান জেলা বক্সিং কমিটির চেয়ারম্যান মাহফুজুর রশিদ বাচ্চু বলেন, “আমরা এবার নতুনদের সুযোগ দিয়েছি এবং তারা প্রথমবার অংশ নিয়েই অসাধারণ পারফর্ম করেছে। কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই, শুধুমাত্র স্থানীয় জনগণের ভালোবাসা ও অনুপ্রেরণায় বান্দরবানের খেলোয়াড়রা এগিয়ে যাচ্ছে। বক্সিং এখন এখানকার তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বান্দরবানবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা জাতীয় পর্বেও ভালো ফলাফল করে বান্দরবানের গৌরব ও সম্মান অক্ষুণ্ন রাখতে পারি।”

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন