জাতীয়
রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
৫০টি মোবাইল উদ্ধার, মালিকদের কাছে ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ৬:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাসে মোহাম্মদপুর থানা এলাকায় মোবাইল ফোন হারানোর বেশ কিছু সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রযুক্তিগত অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা মোহাম্মদপুর থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পুলিশ কর্মকর্তারা জানান, জনগণের নিরাপত্তা ও আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় হয়।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর