ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি এবং গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় শহরের উজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু মঞ্চ পরিচালনা করেন।
সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহসভাপতি এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংসের লক্ষ্যে গুপ্ত সংগঠনগুলো নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। ৭১ সালের পরাজিত শক্তি জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ সময় তারা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
১৪৩ বার পড়া হয়েছে