জাতীয়
ঝালকাঠি জেলার সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান (৫৬)কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।
ঝালকাঠিতে মামলার আসামি আ.লীগ নেতা ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝালকাঠি জেলার সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান (৫৬)কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরা এলাকার বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় অবস্থিত স্টার প্লাস হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির উত্তরা পূর্ব থানা সূত্র জানায়, মোহাম্মদ হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার ওপর হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত তিনটি মামলার এজাহারনামীয় আসামি। এই মামলাগুলো ঝালকাঠি সদর থানায় রুজু করা হয়। সংশ্লিষ্ট থানার আবেদন ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর