সারাদেশ

গোপালগঞ্জে সংঘর্ষের পর যৌথবাহিনীর অভিযানে আটক ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার পর যৌথবাহিনীর অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে।

চলমান কারফিউয়ের মধ্যেই বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিবিসি বাংলাকে জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বর্তমানে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণকে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

এর আগে বুধবার শহরে এনসিপি-র সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দিনব্যাপী সংঘর্ষের পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। এ কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।

তবে কারফিউ চলাকালেও শহরে সীমিত পরিসরে যানবাহন চলাচল করতে দেখা গেছে। কিছু দোকানপাটও খোলা রয়েছে। সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও নিরাপত্তা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
 

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন