জাতীয়

সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে গত বুধবার (১৬ জুলাই) সংঘটিত সহিংসতার ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটির বাকি দুই সদস্য হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের দুইজন অতিরিক্ত সচিব।

তদন্ত কমিটিকে ঘটনাটির পূর্ণাঙ্গ ও গভীর অনুসন্ধান করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এই অন্তর্বর্তী প্রশাসন। সহিংসতা, অবৈধ কর্মকাণ্ড কিংবা মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন