সর্বশেষ

জাতীয়

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতায় জড়িতদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জে যারা অন্যায় করেছে তারা অবশ্যই গ্রেফতার হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।”

গোপালগঞ্জে সংঘর্ষের বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে আগাম কোনো তথ্য ছিল কি না—এমন প্রশ্নে তিনি জানান, গোয়েন্দা সংস্থার কাছে কিছু তথ্য থাকলেও সহিংসতার মাত্রা যে এত ব্যাপক হবে, সে বিষয়ে নির্দিষ্ট পূর্বাভাস ছিল না।

এনসিপি নেতাদের অভিযোগ—আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে পরিস্থিতি সামাল দিতে পারেনি—এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যার যার মতামত সে দিতে পারে। বাস্তবতা হলো, আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে দিনভর একাধিক সহিংস সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন