সর্বশেষ

সারাদেশ

কারফিউ চলছে, থমথমে গোপালগঞ্জ, সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে জেলা প্রশাসন বুধবার রাত ৮টা থেকে ওই এলাকায় কারফিউ ঘোষণা করে। এরপর বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে।

কারফিউ কার্যকরের আগে, শহরে রাস্তায় যানবাহনের সংখ্যা অনেক কম দেখা গেছে। সাধারণ মানুষজন তাদের দৈনন্দিন কার্যক্রমের জন্য বাইরে বের হওয়া কম দেখা গেলেও, পুলিশ বাহিনীর উপস্থিতি চোখে পড়েনি। তবে কিছু স্থান ব্যতীত আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার রাতের দিকে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের সমর্থকরা হাতে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বিভিন্ন রাস্তা ও গলিতে অবস্থান নেয়। এর ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, অপ্রোক্ষ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য পুলিশের পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছেন।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন