সারাদেশ

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতি: বখাটের ছুরিকাঘাতে দাদি-ভাবি নিহত

বগুড়া প্রতিনিধি
বগুড়া প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় প্রেমের প্রস্তাবে অস্বীকৃতি জানাতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেখানে এক কিশোরীকে ছুরিকাঘাতের পাশাপাশি তার দাদি ও ভাবি নিহত হয়েছেন। বুধবার রাতে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত যুবক সৈকত হোসেন (১৯) দীর্ঘদিন ধরে ওই কিশোরীর প্রতি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত রাতে সে তার প্রেমিকার বাড়িতে গিয়ে অনৈতিক চাপ সৃষ্টি করলে, কিশোরীটি সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করেন। এ সময় তার দাদি লাইলী বেগম (৬৫) ও ভাবি হাবিবা ইয়াসমিন (২১) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা কিশোরীকে রক্ষা করতে গেলে, সৈকত ছুরির আঘাতে তাদেরও আহত করেন, ফলে তারা ঘটনাস্থলেই মারা যান।

পুলিশের দাবি, অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সে কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত কিশোরীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে, নিহত দুই নারী মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসি বলেন, অভিযুক্তকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন