সারাদেশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা এক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
গোপালগঞ্জে ২২ ঘণ্টা কারফিউ জারি

গোপালগঞ্জ প্রতিনিধি
বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১২:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা এক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সমাবেশ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই এনসিপি কর্মীদের সঙ্গে বিরোধী পক্ষের সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত রূপ নেয় হামলা-পাল্টাহামলায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠক শেষে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত কারফিউ জারি করেছে জেলা প্রশাসন।
এ বিষয়ে জেলা প্রশাসক জানান, "নগরবাসীর নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে।"
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর