লোহাগড়ায় জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর শেখ (৬২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শেখ ওই গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমির আইল নির্মাণ করছিলেন। এ সময় প্রতিপক্ষ কাওছার শেখের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর শেখ নিহত হন।
আহতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর শেখের ছেলে নাহিদ শেখ, আঃ কাদের ও নয়ন শেখ। প্রথমে তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে