সারাদেশ

ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

মোঃ রাসেল হোসেন, ধামরাই 
মোঃ রাসেল হোসেন, ধামরাই 

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় চাঁদাবাজির অভিযোগে সূয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মতালেব হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার শিয়ালকুল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মতালেব হোসেন সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার মৃত শুকরা মাঝির ছেলে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

মামলার পটভূমি
থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান সরকারি খাস খতিয়ানের ৬৩ শতাংশ জমি নিয়মিত লিজ নিয়ে ভোগদখলে রেখেছেন। গত ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে বিএনপি নেতা মাহফুজ রহমান শিমুল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার লোকজনসহ উক্ত জমিতে যান এবং সাইনবোর্ড লাগিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মজিবরকে হত্যার হুমকি দেওয়া হয়।

এছাড়া অভিযোগ রয়েছে, আসামিরা এলাকায় জমি ক্রয়-বিক্রয়, ভবন নির্মাণ এবং রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টির কারণে অনেকেই মুখ খোলার সাহস পাননি।

অভিযুক্তরা কারা
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন:

মো. মাহফুজ রহমান শিমুল – সাধারণ সম্পাদক, সূয়াপুর ইউনিয়ন বিএনপি
মো. মতালেব হোসেন – ইউপি সদস্য
মো. শাহীন – স্থানীয় বাসিন্দা
তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ১০-১২ জন রয়েছে, যারা সবাই সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।

ওসির বক্তব্য
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “সূয়াপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। মামলার ভিত্তিতে ইউপি সদস্য মতালেব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন