সারাদেশ

শিবালয়ে অনুষ্ঠিত হলো ‘পাটনার কংগ্রেস–২০২৫’ আলোচনা সভা

সোহেল রানা, মানিকগঞ্জ
সোহেল রানা, মানিকগঞ্জ

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘পাটনার কংগ্রেস–২০২৫’ আলোচনা সভা।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে শিবালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২০২৪–২৫ অর্থবছরের ‘প্রোমোশন অব এগ্রিকালচারাল অ্যাডভান্স ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই উদ্যোক্তা সৃষ্টিতে পাটনার প্রকল্পের সম্ভাবনা এবং অগ্রগতি নিয়ে আলোচনা করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবী আহ নূর আহমেদ।

কংগ্রেসে বক্তারা বলেন, পাটনার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত, পুষ্টির মানোন্নয়ন এবং জলবায়ু সহনশীল টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই প্রকল্প দেশের পল্লি অঞ্চলে কৃষি খাতের উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. দবিরুল ইসলামসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরাও কংগ্রেসে অংশ নেন।

বক্তারা আরও জানান, কৃষিভিত্তিক সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে ‘পাটনার’ প্রকল্প টেকসই পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন