আন্তর্জাতিক

দেশে কোনো ভিক্ষুক নেই’ দাবি করে তোপের মুখে শ্রমমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘দেশে কোনো ভিক্ষুক নেই’ বলে দাবি করে তুমুল বিতর্কের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিউবার শ্রম মন্ত্রী মার্তা এলেনা ফেইতো-কাব্রেরা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সংসদীয় অধিবেশনে বক্তৃতাকালে এলেনা ফেইতো-কাব্রেরা বলেন, কিউবায় ‘ভিক্ষুক’ শব্দের কোনও অস্তিত্ব নেই। তার মতে, যারা আবর্জনা খুঁজে বেড়ায়, তারা মূলত ‘সহজ অর্থ উপার্জনের জন্য’ স্বেচ্ছায় এমন করছে। এই বক্তব্যের পর দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সরকারের এই মন্তব্যের জের ধরে প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ-ক্যানেল অবিলম্বে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এদিকে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও বিশ্লেষকরা এই মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হন। অর্থনীতিবিদ পেদ্রো মনরিয়াল তার এক্স পোস্টে বলেন, ‘অর্থাৎ, নিশ্চয়ই কিছু মানুষ মন্ত্রী সেজে বসে রয়েছে!’ পাশাপাশি, বেশ কয়েকটি সংগঠন ও বুদ্ধিজীবীর চিঠিতে তাদের দাবি, এই মন্তব্য কিউবান জনগণের প্রতি অপমানজনক।

সরকারি সূত্র অনুযায়ী, দেশে ভিক্ষুকের সংখ্যার কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয় না। তবে দেশের তীব্র অর্থনৈতিক সংকটের কারণে ভিক্ষুকের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া স্পষ্ট। দারিদ্র্য ও খাদ্যসংকটের কারণে সাধারণ মানুষ বিভিন্নভাবে সংগ্রাম করে চলেছেন।

উল্লেখ্য, কিউবা এখনও এক গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, যেখানে সরকারি অফিস ও জনসাধারণের মধ্যে অনিশ্চয়তা ও দারিদ্র্য বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে শ্রম মন্ত্রীর বিতর্কিত মন্তব্য এবং তার পরবর্তী পদত্যাগ দেশটির রাজনৈতিক ও সামাজিক আলোচনায় আবার নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন