জুলাই শহীদ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, "জুলাই শহীদদের আত্মত্যাগ এদেশের গণতন্ত্র ও ন্যায়ের পথে অনুপ্রেরণার উৎস। তাঁদের আদর্শ অনুসরণ করেই আমরা একটি সাম্য ও বৈষম্যহীন সমাজ গড়ার পথে এগিয়ে যেতে পারি।"
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী।
বক্তারা বলেন, “এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে আত্মত্যাগ কখনোই বৃথা যায় না। শহীদদের রক্ত আমাদের চলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে।”
সভায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
১০৯ বার পড়া হয়েছে