জাতীয়
প্রায় ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), যার মালিক সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৪'শ কোটি টাকার সম্পদ ক্রোক

স্টাফ রিপোর্টার
বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রায় ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), যার মালিক সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
অনিয়ম, কমিশন বাণিজ্য এবং জোরপূর্বক জমি দখলের মাধ্যমে তিনি এই সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ।
বুধবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানিয়েছেন।
গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। সিআইডি জানিয়েছে, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে এই সম্পদ অর্জিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানি লন্ডারিংয়ের অভিযোগে দস্তগীর গাজী, তার আত্মীয়-স্বজন এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান চলছে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর