কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজন আটক

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ৪৭ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে প্রথম অভিযান চালানো হয় দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির আওতাধীন পাকুড়িয়া দক্ষিণপাড়া গ্রামে। অভিযানে মৃত রহমত সর্দারের ছেলে মঞ্জিল সর্দার (৪৩) কে আটক করা হয়। তার বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও একটি গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে মঞ্জিল সর্দারের স্বীকারোক্তির ভিত্তিতে দ্বিতীয় অভিযান চালানো হয় জয়পুর বিওপির আওতাধীন এলাকায়। সেখানে মঞ্জিলের ভাতিজা শফিকুল সর্দারের ছেলে টুটুল সর্দার (২৫)-এর বাড়ি তল্লাশি করে একটি চালের ড্রামের ভেতর লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মঞ্জিল সর্দার জানান, দুই দিন আগে তারা ভারতীয় সীমান্ত এলাকার এক ব্যক্তির কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছেন। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বাজারমূল্য প্রায় এক লাখ ১৬ হাজার ৬০০ টাকা।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের দৌলতপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
২৬৮ বার পড়া হয়েছে