সারাদেশ

সমাবেশ শেষে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলার চেষ্টা, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে আজ বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষ হওয়ার কিছুক্ষণ পরই অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়। শহরের পৌর পার্কে সমাবেশের শেষ মুহূর্তে কিছু অজ্ঞাত ব্যক্তি নেতা–কর্মীদের ঘিরে ফেলে হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন এনসিপির নেতারা।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, ওই সময় হামলাকারীরা চারদিক থেকে এনসিপির নেতা–কর্মী ও পুলিশি গাড়িগুলোর গতি রোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে। তবে এর মধ্যেই গাড়ি অন্য দিক দিয়ে ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন নেতা–কর্মীরা।

ঘটনা ঘটে বেলা পৌনে তিনটার দিকে শহরের পৌর পার্কে। এর আগে, দুপুরের অগুনতি লোকজন লাঠিসোঁটা নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হলে পুলিশ দ্রুত আদালত চত্বরের দিকে এগিয়ে যায়। এ সময় এনসিপির নেতা–কর্মীরা দ্রুত সেখান থেকে সরে যান। এনসিপির অভিযোগ, হামলার মূল পরিকল্পনাকারীরা আওয়ামী লীগ সমর্থক।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। এনসিপির নেতৃত্বও দাবি করেন, হামলাকারীদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের সমর্থক। পরে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এনসিপির নেতা–কর্মী ও পুলিশ একসঙ্গে হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের এক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন