সর্বশেষ

সারাদেশ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে রাইয়ান নূর আবু সামিম (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে শহরের শৈবাল পয়েন্টে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রাইয়ান কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। তার বাড়ি শহরের বৈদ্যঘোনা এলাকায়। বাবা মোহাম্মদ ইসমাইল একজন স্থানীয় বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল খেলার পর রাইয়ানসহ ৭-৮ জন শিক্ষার্থী গোসলে নামে। সৈকতের ওই অংশে কোনো লাইফগার্ড কর্মী উপস্থিত না থাকায় ঘটনার সময় দ্রুত সহায়তা পাওয়া যায়নি। ঢেউয়ের ধাক্কায় রাইয়ান সাগরে তলিয়ে যায় এবং কিছুক্ষণ পর পানিতে অচেতন অবস্থায় ভেসে ওঠে। পাশে থাকা পোনা আহরণকারীদের সহায়তায় এবং বিমান বাহিনীর কয়েকজন সদস্যের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে চলতি বছরে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে অন্তত ১২ জনের মৃত্যু হলো। মাত্র এক সপ্তাহ আগেই (৮ জুলাই) তিন শিক্ষার্থী সাগরে ভেসে গেলে, দুজনের মরদেহ উদ্ধার করা হয়; এখনো নিখোঁজ রয়েছে আরেক শিক্ষার্থী অরিত্র হাসান।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অভিযোগ, শৈবাল পয়েন্টসহ সৈকতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশে পর্যাপ্ত নিরাপত্তা ও লাইফগার্ড না থাকায় এমন দুর্ঘটনা প্রায়শই ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন