ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজায় যুদ্ধবিরতি এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে আলোচনার টেবিলে আনতে আজ (১৬ জুলাই) বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ, এক্স/টুইটারে দেওয়া পোস্টে।
রাভিদের মতে, এই বৈঠক ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যকার সাম্প্রতিক ফোনালাপের ধারাবাহিকতায় আয়োজিত হচ্ছে। যদিও বৈঠকটি কোথায় হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বৈঠকে মূলত গাজায় চলমান যুদ্ধবিরতির উদ্যোগ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। ইতোমধ্যে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে দোহায় ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, যার উদ্দেশ্য দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা।
আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৬০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব, ধাপে ধাপে বন্দিমুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধাবসানের পথ খোঁজা। যদিও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে, তবুও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদী।
এই প্রেক্ষাপটে গাজায় সহিংসতা এখনও থামেনি। আজ বুধবার (১৬ জুলাই) ইসরায়েলের হামলার ৬৪৯তম দিনে সকাল থেকে অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে এখন পর্যন্ত মোট হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪৭৯ জনে।
গত প্রায় ২০ মাস ধরে চলা সংঘাতে গাজার দুই মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। গোটা উপত্যকাজুড়ে চলছে ভয়াবহ খাদ্য সংকট, যা দ্রুত সহায়তা ছাড়া আরও তীব্র হয়ে উঠতে পারে।
১০৯ বার পড়া হয়েছে