সারাদেশ

আবারও গোপালগঞ্জে হামলা: ইউএনও'র গাড়ির চালক আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের খাটিয়াঘর এলাকায় পুলিশের একটি গাড়িতে দুর্বৃত্তদের হামলার পরপরই ইউএনও'র গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতে দুর্বৃত্তরা এই হামলা করে। এতে গাড়িচালক আহত হন।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কংসুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, ইউএনও এম রকিবুল হাসান সকালে নিয়মিত নিরাপত্তা টহলে বের হন। কংসুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। হামলায় গাড়িটি ভাঙচুরের শিকার হয় এবং চালক আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ইউএনও ও তার টিমকে নিরাপদে উদ্ধার করে।

ঘটনার বিষয়ে ইউএনও এম রকিবুল হাসান বলেন, “হঠাৎ দুর্বৃত্তরা আমাদের গাড়ি ঘিরে ফেলে এবং হামলা চালায়। আমার চালক আহত হয়েছে, তবে আমরা পুলিশের সহায়তায় নিরাপদে সরে আসতে পেরেছি।”

এর কিছুক্ষণ আগে, একইদিন সকালেই সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় পুলিশের একটি গাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন।

এ দুটি ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন