সারাদেশ

নড়াইলে শহীদ আবু সাঈদ দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন অকুতোভয় সৈনিক, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদান রেখেছেন। বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন শহীদ আবু সাঈদ দেখেছিলেন, তা আজও আমাদের প্রেরণা জোগায়।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা চেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন উপস্থিত ছিলেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন