আন্তর্জাতিক

গাজাজুড়ে একযোগে ইসরায়েলি হামলা, নিহত ৬১

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকার একাধিক এলাকায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ত্রাণ নিতে আসা নারীসহ অন্তত দুজন ত্রাণপ্রার্থী রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দিনভর উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বিমান হামলায় এই প্রাণহানি ঘটে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) সতর্ক করে জানিয়েছে, গাজার শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টির আশঙ্কাজনক প্রবণতা দেখা যাচ্ছে। জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা না বাড়ালে আগামীর প্রজন্ম ভয়াবহ বিপদের মুখে পড়বে।

আলজাজিরার বরাতে জানা যায়, উত্তর গাজার শাতি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক। চিকিৎসা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া রাফাহ শহরের উত্তরে অবস্থিত একটি বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়। এটি পরিচালনা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’। সেখানে এক হামলায় অন্তত দুই নারী নিহত এবং আরও অন্তত ৩০ জন আহত হন।

জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষের দিকে বিতরণ কেন্দ্রটির কার্যক্রম শুরুর পর থেকে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে অন্তত ৮৭৫ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগ জানায়, মঙ্গলবার ভোরের পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব হামলার বেশিরভাগই হয়েছে উত্তর গাজায়। গাজা শহরের একটি তাঁবুতে চালানো আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন।

এদিকে, নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। তারা উত্তর গাজার ১৬টি এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এসব এলাকার মধ্যে জাবালিয়া অন্যতম, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়ে রয়েছে। এখানকার বাসিন্দারা অস্থায়ী তাঁবুতে অবস্থান করছিলেন।

আলজাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলৌত জানান, নিরাপত্তার খোঁজে মানুষ গাধা-গাড়ি যেভাবে পারছে সেইভাবে এলাকা ছাড়ছে। কিন্তু তাদের কারও জানা নেই, তারা কোথায় যাবে। অনেকেই জ্বালানির সংকটে ভুগছেন, তাই পালানোর পথও সীমিত। পুরো পরিস্থিতি অস্থির ও আতঙ্কে ভরা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন