সারাদেশ

লামায় পারিবারিক বিরোধের জেরে যুবক খুন, আটক ৫

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৫:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান একই এলাকার মৃত মজু মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের বড় ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এই বিরোধ মীমাংসার জন্য সোমবার রাতে স্থানীয় আজিজ মেম্বারের দোকানের সামনে এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

তবে বৈঠক শুরুর আগেই মিনুয়ারার ভাইয়েরা আব্দুর রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামাল ওরফে বদ-এর তিন ছেলে মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০) এবং তাদের মা হালিমা বেগম (৫০)।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম বলেন, "ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে ঘটেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে।"

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন