সর্বশেষ

খেলা

বৃষ্টিতে ভেজা কাদামাঠেও লিডে বাংলাদেশ, দ্বিতীয়ার্ধের খেলা স্থগিত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা বৃষ্টির কারণে কর্দমাক্ত হয়ে উঠেছে বসুন্ধরার কিংস অ্যারেনার মাঠ। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি হওয়ায় মাঠে জমেছে পানি।

এমন কাদা-জলে পরিপূর্ণ মাঠেই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ।

প্রতিকূল আবহাওয়ায় খেলা চালিয়ে যাওয়া দুই দলের জন্যই ছিল বড় চ্যালেঞ্জ। মাঠে ভারসাম্য রাখা কঠিন, বল বারবার আটকে যাচ্ছে পানিতে। শট নেওয়ার আগেই পড়ে যাচ্ছেন খেলোয়াড়রা, পাসও যাচ্ছে বিফলে। তবুও ম্যাচের শুরুতেই বাংলাদেশ এগিয়ে যায়। ষষ্ঠ মিনিটে তৃষ্ণা রানীর শট ভুটানের গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বল জালে জড়ান শান্তি মার্ডি।

এই গোলেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে লিড নেয় পিটার বাটলারের শিষ্যরা। তবে প্রথমার্ধ শেষে বৃষ্টির কারণে খেলা আপাতত স্থগিত রয়েছে। মাঠের পরিস্থিতি কিছুটা উন্নত হলে আবারও খেলা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে ছিল বেশ কিছু পরিবর্তন। আগের ম্যাচে লাল কার্ড পাওয়া মোসাম্মত সাগরিকা ছিলেন না একাদশে। অধিনায়ক আফঈদা খন্দকারকেও আজকের শুরুর একাদশে রাখেননি কোচ। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পান সুরমা জান্নাত। একইসঙ্গে বেঞ্চের শক্তি যাচাইয়ের সুযোগও নেন কোচ বাটলার।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যানও বেশ স্বস্তিদায়ক। বয়সভিত্তিক সাফের আগের দুই আসরেই বড় ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা—একবার ৪-০, আরেকবার ৫-০ ব্যবধানে।

এই আসরেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় ৯-১ গোলে। দ্বিতীয় ম্যাচেও নেপালের বিপক্ষে জয় নিশ্চিত করে তারা। ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বাংলাদেশের মেয়েরা।

প্রসঙ্গত, পাঁচ দলের অংশগ্রহণে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভারত সরে দাঁড়ানোয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। মোট ছয়টি ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ের ফল এবং তারপর গোল ব্যবধান দেখে নির্ধারিত হবে বিজয়ী।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন