তিন বছরে বাংলাদেশকে ৯ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বব্যাংক আগামী তিন বছরে বাংলাদেশে মোট ৯ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিবারে ৩ বিলিয়ন ডলার করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।
সোমবার (১৪ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ ঘোষণা দেন তিনি। বৈঠকে ভুটানের নতুন বিভাগীয় পরিচালক জিন পেসমও উপস্থিত ছিলেন।
জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে সাধুবাদ জানান। তিনি বলেন, “চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও আপনি এবং আপনার দুর্দান্ত দল অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য যা করছেন, তা প্রশংসনীয়।”
তিনি আরও জানান, বিশ্বব্যাংক গত অর্থবছরেও বাংলাদেশে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও তরুণদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো হবে।
বৈঠকে ড. ইউনূস বলেন, “তরুণরা আজ দেশের কেন্দ্রবিন্দু। গত জুলাইয়ে তাদের আন্দোলন আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছে। বিশেষ করে মেয়েদের অংশগ্রহণ ছিল ঐতিহাসিক। আমরা ১৪ জুলাই নারী দিবস পালন করছি—এটা তাদের প্রতি শ্রদ্ধা।”
তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব, তরুণদের স্বপ্নকে বাস্তবায়নে সহযোগিতা করা। শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি করে দেশকে উৎপাদন কেন্দ্রে রূপান্তর করতে হবে।”
জোহানেস জুট তার আগের দায়িত্ব পালনকালীন (২০১৩–২০১৫) সময়ের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “বাংলাদেশের প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। আমরা কেবল একটি দেশ নয়, গোটা অঞ্চলের সমৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশকে দেখছি।”
এ সময় ড. ইউনূস বিশ্বব্যাংককে আহ্বান জানান, যেন বাংলাদেশকে শুধু একটি ভৌগোলিক সীমানা নয়, বরং দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফা সিদ্দিকী বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) হালনাগাদ তথ্য তুলে ধরেন। তিনি জানান, নতুন পরিচালনার ফলে বন্দরের সক্ষমতা বেড়েছে এবং ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
১১৮ বার পড়া হয়েছে