মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ায় প্রবেশের শর্ত পূরণ না করায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) থেকে ৯৬ বাংলাদেশিসহ ১৩১ বিদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (১৪ জুলাই) টার্মিনাল ১-এ পরিচালিত বিশেষ অভিযানে এ সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি।
স্থানীয় গণমাধ্যম দ্য সান ডেইলি জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি, ৩০ জন পাকিস্তানি এবং ৫ জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন। তারা কুয়ালালামপুরে ভ্রমণ বা থাকার জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য বা নির্ভরযোগ্য ভ্রমণ পরিকল্পনা দেখাতে ব্যর্থ হন।
প্রতিবেদনে বলা হয়, অনেকেই সন্দেহজনক হোটেল বুকিং দেখিয়েছেন এবং এক মাস থাকার দাবি করলেও তাদের সঙ্গে ছিল মাত্র ৫০০ রিঙ্গিত। এতে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়।
অভিযানে ৩০০-এর বেশি যাত্রীর প্রোফাইল যাচাই করা হয়। যাদের কাগজপত্র ও আর্থিক সামর্থ্য আন্তর্জাতিক মান অনুযায়ী যথাযথ ছিল না, কেবল তাদেরই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের আগে পর্যটকদের অবশ্যই ভ্রমণকালীন অর্থনৈতিক সক্ষমতা, সুনির্দিষ্ট হোটেল বুকিং ও ফেরার টিকিটের মতো প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
১২৭ বার পড়া হয়েছে