সর্বশেষ

জাতীয়

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান কে এই খায়রুল বাশার, গ্রেপ্তার করলো সিআইডি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
একজন আইনজীবী দম্পতি কানাডায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের সাথে যোগাযোগ করেন। তাঁরা প্রতিষ্ঠানটিকে ৩৪ লাখ টাকা দেন। কিন্তু প্রতিষ্ঠানটি তাঁদের ভিসার ব্যবস্থা করতে পারেনি। এছাড়াও টাকা ফেরত দেয়নি।

প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ১৮ ব্যক্তির পক্ষে গত ৫ মে রাজধানীর গুলশান থানায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের বিরুদ্ধে মামলা হয়। মামলায় প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তাদেরও আসামি করা হয়।

গত ৪ মে খায়রুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় সিআইডি মানি লন্ডারিং আইনের মামলা করে। মামলায় উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর কথা বলে ১৪১ শিক্ষার্থীর কাছ থেকে ১৮ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।

গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বাশারের বিরুদ্ধে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন আদালতে ১০০টির মতো মামলা হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর আবাসিক এলাকা থেকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন খায়রুল বাশার। তিনি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান।

জানা গেছে, খায়রুল বাশার শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের নামে প্রতারণা করেছেন। শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত খায়রুল বাশারের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ১০০টির মতো মামলা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

খায়রুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা।

শনিবার খায়রুল বাশারের স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বার্তা সংস্থা বাসসের কাছে জানান, তারা পুলিশকে জানিয়েছেন যে খায়রুল বাশার ঢাকা ছাড়তে পারেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন