সর্বশেষ

শিক্ষা

প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এগোচ্ছে সরকার।

অবশেষে তাদের বেতন দশম গ্রেডে উন্নীত করতে পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। প্রস্তাবটি ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিপিই।

এ প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে সারা দেশের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন এবং গ্রেড ১১ থেকে উন্নীত হয়ে ১০তম গ্রেডে বেতন পাবেন। এতে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে ৩৪১ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা।

ডিপিইর পরিচালক (পলিসি ও অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, “গত ১৩ জুলাই প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন পেলে কেবল আদালতের রায়ে সুবিধা পাওয়া ৪৫ জন নন, বরং দেশের সব প্রধান শিক্ষকই উপকৃত হবেন।”

তবে কবে নাগাদ এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, সে বিষয়ে নিশ্চিত সময় জানাতে পারেননি তিনি। কামরুল হাসান বলেন, “দিনক্ষণ বলা সম্ভব নয়, তবে আন্তরিকভাবে কাজ করছি।”

২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার নির্দেশ দেন। পরে ওই রায় বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৩ জুন আপিল বিভাগের রায়ের আলোকে ১৯ জুন অর্থ মন্ত্রণালয় ৪৫ জন রিটকারী প্রধান শিক্ষকের জন্য বেতন গ্রেড উন্নীত করে অফিস আদেশ জারি করে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন। যদিও পরে প্রশিক্ষিত শিক্ষকদের জন্য ১১তম এবং অপ্রশিক্ষিতদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করে মন্ত্রণালয়, যা নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।

এই বৈষম্যের বিরুদ্ধে রিট করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি রিয়াজ পারভেজসহ ৪৫ জন শিক্ষক।

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোট পদের সংখ্যা ৬৫,৫০২টি। এর মধ্যে কর্মরত আছেন ৩২,৩৫২ জন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন