সর্বশেষ

সারাদেশ

মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে কেন এনসিপি নেতারা

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা জুলাই পদযাত্রার অংশ হিসেবে চরমোনাই পিরের দরবার পরিদর্শন করেছেন। সোমবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই ঐতিহাসিক স্থানটি দেখেন।

প্রতিনিধিদলকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের এবং সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ অন্যান্য নেতারা। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এনসিপির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এই সাক্ষাতের পর নাহিদ ইসলাম এবং সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সাংবাদিকদের সাথে কথা বলেন। ফয়জুল করীম বলেন, গত বছরের জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলনের সময় থেকেই আমরা জুলাই আন্দোলনকে সমর্থন করেছি। এখনও আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রায় আমরা যে এলাকায় যাচ্ছি, সেখানকার ঐতিহাসিক স্থান কিংবা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছি। এই ধারাবাহিকতায় আমরা আজ চরমোনাই পিরের দরবারে এসেছি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন