সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ২ জনসহ ৩ জনের মৃত্যু

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ঘরে আগুন ধরে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুই সদস্যসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে রোববার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে।

নিহতরা হলেন—৭১ বছর বয়সী ওরকান ম্রো, তার নাতনি ১৭ বছর বয়সী তুমলে ম্রো এবং প্রতিবেশী ৪০ বছর বয়সী রাওলেন ম্রো। তারা সবাই সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য মতে, রাতের গভীরে হঠাৎ ঘরের ফ্রিজ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট ঘটে আগুন ধরে যায়। তুমলে ম্রো দ্রুত ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে নিজেই বিদ্যুতায়িত হন। নাতনিকে বাঁচাতে ছুটে যান দাদি ওরকান ম্রো, কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরেক প্রতিবেশী রাওলেন ম্রো নিজ বাড়িতে একই সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান বলে জানা গেছে।

দুর্ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। একসঙ্গে মা ও মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তুমলে ম্রোর বাবা রেংখেন ম্রো।

এলাকাবাসীরা অভিযোগ করেন, দুর্ঘটনার মূল কারণ ছিল পাড়ার ওপর স্থাপিত পুরোনো ও ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমারটি, যা দীর্ঘদিন ধরেই ত্রুটিপূর্ণ অবস্থায় ছিল। পাড়ার বাসিন্দা ইয়ং ইয়াং ম্রো বলেন, “গত দুই বছর ধরে বিদ্যুৎ অফিসে একাধিকবার অভিযোগ জানিয়েছি। তারা বলেছে, কোনো সমস্যা হবে না। অথচ রবিবার রাতেও আমরা ট্রান্সফরমারে আগুন দেখেছি।”

পাড়াবাসীর অভিযোগ, বিদ্যুৎ বিভাগের অবহেলা ও সময়মতো ব্যবস্থা না নেওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাদের প্রশ্ন— “একাধিকবার অভিযোগ করার পরও কেন সময়মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি?”

এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন