সর্বশেষ

জাতীয়

অপরাধ পরিস্থিতি স্থিতিশীল, গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার পরামর্শ সরকারের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের শুরু থেকে দেশে অপরাধ বাড়ছে—এমন খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও সরকার বলছে, বাস্তব চিত্র তা নয়।

বরং, সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১০ মাসে দেশে বড় ধরনের অপরাধের হার মোটামুটি স্থিতিশীল ছিল।

সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের পুলিশের অপরাধ পরিসংখ্যানের ভিত্তিতে এ তথ্য উঠে এসেছে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও এ বিষয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং গুরুতর অপরাধের প্রবণতা তেমন বাড়েনি।

পোস্টে আরও উল্লেখ করা হয়, “নাগরিকদের অবশ্যই সচেতন থাকতে হবে, তবে ভয় বা গুজবে বিভ্রান্ত না হয়ে বাস্তবচিত্র বুঝে পরিস্থিতি মোকাবিলা করাই জরুরি।”

পুলিশ সদর দপ্তর জানায়, হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি এবং সশস্ত্র ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধগুলোতে গত ১০ মাসে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি দেখা যায়নি। বরং, কিছু অপরাধে হ্রাসও লক্ষ্য করা গেছে।

তবে নির্দিষ্ট কিছু অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সেটিকে "অপরাধের ঢেউ" বা একটি অস্বাভাবিক পরিস্থিতি বলা যাবে না বলেই সরকারি পর্যালোচনায় উঠে এসেছে।

এই বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে অপরাধ চিহ্নিত ও দমন কার্যক্রম পরিচালনা করছে। অধিকাংশ ক্ষেত্রে অপরাধের হার নিয়ন্ত্রণে রয়েছে।”

প্রসঙ্গত, পুলিশের নিজস্ব রেকর্ডের ভিত্তিতে গত পাঁচ বছর এবং সাম্প্রতিক ১০ মাসের অপরাধ প্রবণতার দুটি পৃথক টেবিল প্রকাশ করা হয়েছে, যা থেকে পরিস্থিতির তুলনামূলক চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন