সর্বশেষ

সারাদেশ

মাদকের গডফাদারদের ধরতে হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “মাদকের বিরুদ্ধে লড়াইয়ে শুধু বাহকদের নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে।”

তিনি বলেন, “মাদক শুধু ভবিষ্যৎ প্রজন্মকেই নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।”

সোমবার কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি কক্সবাজার দিয়ে মাদকও প্রবেশ করছে। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জেলার মানুষকে ঐক্যবদ্ধ ও সচেতন হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন এনে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা, মব ভায়োলেন্স কিংবা চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক), প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন।

সভায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‌্যাব, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন