মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন লালনসংগীতের কিংবদন্তি ফরিদা পারভীন

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন বর্তমানে আশঙ্কামুক্ত। তীব্র শ্বাসকষ্টসহ একাধিক জটিল শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে আইসিইউতে নেওয়া হয়।
কয়েকদিনের নিবিড় চিকিৎসার পর অবশেষে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই তথ্য জানান।
তিনি লেখেন, “আম্মাকে এইমাত্র আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছেন, ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারো আগের মতো হয়ে যাবে। সবাইকে আবারো অনুরোধ করছি, হাসপাতালে ভিড় না করতে।”
চিকিৎসা সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। পরে ধরা পড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ, রক্তে সংক্রমণ এবং কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়া। সপ্তাহে তিনবার তাকে ডায়ালাইসিস করানো হচ্ছিল। সেই সময় শিল্পী ছিলেন অচেতন অবস্থায়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে একটি মেডিকেল বোর্ড গঠন করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পরিবারের সদস্যরা আশঙ্কার মধ্যে দেশবাসীর কাছে দোয়া চান এবং শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এসে সহযোগিতা করেন চিকিৎসায় অর্থসংকট না হতে দেওয়ার জন্য।
প্রসঙ্গত, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে সংগীতজগতে পথচলা শুরু করেন ফরিদা পারভীন। দেশাত্মবোধক গান দিয়ে জনপ্রিয়তা পান ১৯৭৩ সালে। সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক, ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার লাভ করেন।
পরিবার ও চিকিৎসকরা আশাবাদী, দ্রুতই তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন।
১১৪ বার পড়া হয়েছে