নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলিফ নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিশেষজ্ঞ ডা. প্রশান্ত কুমার মল্লিক এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত।
অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে ধারণাপত্র উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাবিব। বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও ভারসাম্য রক্ষায় জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের আন্তরিকতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কয়েকজন কর্মকর্তা ও কর্মীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন হবখালী ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মিথুন মান্নান, মাউলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক মোসা. জেসমীনা খানম, ভদ্রবিলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হুমায়ুন কবির এবং শাহাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আলাউদ্দীন মোল্যা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সদস্য, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১০৬ বার পড়া হয়েছে