সর্বশেষ

জাতীয়

আনোয়ার হত্যা মামলায় মূল আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বাড্ডায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত মূল আসামি মো. নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করেছে পুলিশ।

একইসঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই নূরাকে গ্রেফতারের পর পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যানুযায়ী, গত রবিবার (১৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে বাড্ডার পূর্ব আনন্দনগর এলাকার হাওলাদার বাড়ির পেছনে, আকবর আলীর বাড়ির পূর্ব পাশে একটি আমগাছের নিচে মাটির নিচে পুঁতে রাখা কংক্রিটের বস্তা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৮ মে রাত আনুমানিক ১১টায় পূর্ব আনন্দনগরের ভূঁইয়াবাড়ী ২৬ নম্বর কলোনি মোড়ে আনোয়ার হোসেনকে গুলি করে হত্যা করা হয়। মাদক ব্যবসাকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ার (৪০) সেদিন আনন্দনগর থেকে নিজ বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা নূরা ও তার সঙ্গীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, তবে ১৫ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


ঘটনার পরপরই বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতার হওয়া আসামি নূরার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন